কৃষ্ণনগরে কীর্ত্তন দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

নদীয়া জেলার কৃষ্ণনগর ঘুর্ণী হালদার পাড়ার মোড়ে অবস্থিত পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর বাসভবন মধুপর্ণায় গত ৮ই অক্টোবর কীর্ত্তন দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সকাল ১০ টা থেকে ৩ ঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনার পর স্বাধ্যায় করেন আচার্য সত্যসাধনা অবধূত৷ শেষে কীর্ত্তন মহিমা ও কীর্ত্তন প্রবর্তনের ঐতিহাসিক ঘটনাগুলি নিয়ে আলোচনা করেন অবধূতিকা আনন্দচিতিশুধা আচার্যা ও শ্রীগৌরাঙ্গ ভট্টাচার্য৷

কীর্ত্তনের তাৎপর্য ব্যাখ্যা করেন ডঃ বৃন্দাবন বিশ্বাস৷ আচার্য নির্মলশিবানন্দ অবধূত আলোচনা করেন---আমরা কেন ‘ৰাৰা নাম কেবলম্‌’ কীর্ত্তন করি৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, অবধূতিকা আনন্দ চিতিসুধা আচার্যা,অনুপ্রিয়া দেব ও তাপস মুখার্জী প্রমুখ৷ অনুষ্ঠান শেষে সকলকে মধ্যাহ্ণভোজে আপ্যায়িত করেন  স্থানীয় মার্গী বোন শ্রীমতি স্বাতী সরকার৷