৮ই অক্টোবর,২৩ মহাসমারোহে রবিবার বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ভক্তের উপস্থিতিতে পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী বাসভবন মধুপর্ণায় সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত তিনঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন বৃন্দাবন বিশ্বাস, তাপসী মুখার্জী, অণুপ্রিয়া দেব,রেখা মণ্ডল, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা স্বাধ্যায় হয়৷
কীর্ত্তন মহিমা বিষয়ে আলোচনায় অংশ গ্রহণ করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য বিশ্বগানন্দ অবধূত, কৃষ্ণনগর ডিট.এস.এল তথা কৃষ্ণনগর আনন্দমার্গ সুকলের অধ্যক্ষা ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা, বিশিষ্ট শিক্ষাব্রতী ও প্রাবন্ধিক শ্রীমনোরঞ্জন বিশ্বাস ও গৌরাঙ্গ ভট্টাচার্য৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস৷ শতাধিক ভক্তকে নারায়ণ সেবায় আপ্যায়িত করেন শ্রী আনন্দ বিশ্বাস ও শ্রীপ্রথম দত্ত৷