কৃষ্ণনগরে মার্গের প্রচারে নানাবিধ অনুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

অখণ্ড কীর্ত্তন ঃ গত ১০ই জানুয়ারী ২০২১ ররিবার নদীয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগর জাগৃতি ভবনে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫০ জনের অধিক দাদা -দিদি, ভাইবোনের উপস্থিতিতে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিনঘন্টাব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, আচার্য সত্যসাধনানন্দ অবধূত, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা ডাঃ বৃন্দাবন বিশ্বাস প্রমুখ৷ অখণ্ডকীর্ত্তন শেষে মিলিত সাধনা হয়৷

এলাঙ্গী, নদীয়া ঃ গত ২৬শে জানুয়ারী ২০২১ মঙ্গলবার নদীয়া জেলার অন্তর্গত এলাঙ্গী গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী ডাঃ বৃন্দাবন বিশ্বাস ও শ্রীমতী কল্পনা বিশ্বাস মহাশয়ার বাসগৃহে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই শতাধিক দাদা-দিদি, ভাই-বোনের উপস্থিতিতে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও মানব মুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, আচার্য সত্যসাধনা অবধূত, ব্রহ্মচারিনী অনন্যা আচার্যা, বৃন্দাবন বিশ্বাস প্রমুখ৷ অখণ্ড কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা হয়৷ স্বাধ্যায় করেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রীস্মরজিৎ মণ্ডল৷ কীর্র্তনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন আনন্দমার্গের প্রবীন সদস্য শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য, কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত, গার্লস প্রাউটিষ্টের কেন্দ্রীয় সচিব অবধূতিকা আনন্দ নিরুক্তা আচার্যা, প্রমুখ৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷

হবিবপুরে গৃহপ্রবেশ,নদীয়া ঃ গত ৩১শে জানুয়ারী ২০২১ রবিবার নদীয়া জেলার অন্তর্গত হবিবপুর পানপাড়া গ্রামের বিশিষ্ট আনন্দমার্গী  শ্রী অনিলচন্দ্র বিশ্বাস (ভুক্তিপ্রধান নদীয়া) ও শ্রীমতি সরস্বতী বিশ্বাস মহাশয়ার বাসগৃহে নদীয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দুই শতাধিক জনের অধিক দাদা-দিদি, ভাই -বোনের উপস্থিতিতে আনন্দমার্গের চর্যাচর্য অনুসারে আচার্য রুদ্রশিষানন্দ অবধূত দাদার পৌরহিত্যে তাঁদের নোতুন গৃহের গৃহপ্রবেশ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়৷  গৃহপ্রবেশ অনুষ্ঠান উপলক্ষ্যে সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত তিনঘন্টাব্যাপী মানব মুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ প্রভাত সঙ্গীত ও মানব মুক্তির  মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্‌ পরিচালনা করেন অনুপ্রিয়া দেব, অবধূতিকা আনন্দ বিভূকণা আচার্যা, আচার্য সত্যসাধনা অবধূত, ব্রহ্মচারিনী অনন্যা আচার্র্য কৌশিক বিশ্বাস, ডাঃ বৃন্দাবন বিশ্বাস প্রমুখ৷ অখণ্ডকীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা হয়৷ স্বাধ্যায় করেন বিশিষ্ট আনন্দমার্গী শ্রীস্মরজিৎ মণ্ডল মহাশয়৷ কীর্ত্তনানুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ট আনন্দমার্গী ডাঃ বৃন্দাবন বিশ্বাস ও আচার্য সুদীপানন্দ অবধূত৷ অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে নারায়ন সেবায় আপ্যায়িত করা হয়৷ উক্ত অনুষ্ঠানে ডঃ সুনীল চন্দ্র বিশ্বাস ও ডাঃ তথাগত বিশ্বাস মহাশয়দ্বয়ের পরিচালনায় স্থানীয় দুঃস্থ ব্যষ্টিদের হোমিওপ্যাথি চিকিৎসা করা ও ঔষধ দেওয়া হয়৷

মেডিকেল ক্যাম্প, হরনগর ঃ গত ১৫ই জানুয়ারী ২০২১, শুক্রবার নদীয়া জেলার কৃষ্ণনগর শহর সংলগ্ণ হরনগর গ্রামে নদীয়া জেলা আনন্দমার্গ সেবাদল কর্তৃক আয়োজিত একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে৷ মেডিকেল ক্যাম্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷ বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাঃ প্রশান্ত দত্ত ও ডাঃ তথাগত বিশ্বাস মহাশয়দ্বয়ের পরিচালনায় গ্রামের দুই শতাধিক দুঃস্থ ব্যষ্টিকে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করা ও ঔষধ দেওয়া হয়৷ সহযোগিতায় ছিলেন অনুপ্রিয়া দেব, লক্ষ্মীমণ্ডল প্রমুখ৷ কৃষ্ণনগর শ্যাঁকড়াপাড়া আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যার উদ্যোগে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়৷ উপস্থিত ছিলেন আনন্দমার্গ সেবাদলের (এল) দিল্লী সেক্টরের সেক্রেটারী অবধূতিকা আনন্দ চিরমধুরা আচার্যা৷

মেডিকেল ক্যাম্প, আনন্দনগর গ্রাম ঃ গত ২৪শে জানুয়ারী ২০২১ রবিবার নদীয়া জেলার অন্তর্গত আনন্দনগর গ্রামে আনন্দনগর উচ্চবিদ্যালয়ে নদীয়া জেলা আনন্দমার্গ সেবাদল কর্তৃক একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়৷ উক্ত মেডিকেল ক্যাম্পে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাঃ প্রশান্ত দত্ত ও ডাঃ জয়গোপাল মণ্ডল মহাশয়দ্বয়ের উদ্যোগে গ্রামের তিন শতাধিক দুঃস্থ  মানুষকে হোমিওপ্যাথি চিকিৎসা করা ও ঔষধ দেওয়া হয়৷ তাঁদের সম্পূর্ণভাবে  সহযোগিতা করেন শ্রীমানিক বিশ্বাস ও স্বপন সরকার মহাশয় প্রমুখ৷

মেডিকেল ক্যাম্প, এলাঙ্গী  ঃ গত ২৬শে জানুয়ারী ২০২১ মঙ্গলবার নদীয়া জেলার অন্তর্গত এলাঙ্গী গ্রামে নদীয়া জেলা আনন্দমার্গ সেবাদল কর্তৃক আয়োজিত একটি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয় স্থানীয় প্রাথমিক বিদ্যালয়৷ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডাঃ প্রশান্ত দত্ত মহাশয়ের উদ্যোগে গ্রামের দুই শতাধিক দুঃস্থ মানুষকে বিনামূল্যে হোমিওপ্যাথি চিকিৎসা করা ও ঔষধ দেওয়া হয়৷ সহযোগিতায় ছিলেন ডাঃ বৃন্দাবন বিশ্বাস, আনন্দ বিশ্বাস, সুভাস সরকার মহাশয় প্রমুখ৷

আনন্দনগর গ্রামে জনসভাঃ গত ২৪শে জানুয়ারী, ২০২১ রবিবার পরমারাধ্য মার্গগুরুদেব শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী শতবর্ষ উপলক্ষ্যে কৃষ্ণনগর শহর সংলগ্ণ গ্রাম আনন্দনগরে আনন্দনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এই জনসভায় ‘‘আনন্দমার্গের আদর্শ ও দর্শন’’ বিষয়ের  ওপর আলোকপাত করা হয়৷ মঞ্চে প্রধান অতিথির আসন অলংকৃত করেন‘‘নোতুন পৃথিবী’’ পত্রিকার সহ সম্পাদক আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, বিশিষ্ট অতিথির আসন অলংকৃত করেন অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা, আনন্দনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক শ্রীআদিত্য নাথ রায় ও প্রবীন গ্রামবাসী শ্রী অনিল কুমার সরকার, কৃষ্ণনগর শ্যাঁকড়াপাড়া আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যা৷ সভাপতির আসন অলংকৃত করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য সত্যসাধনানন্দ অবধূত৷

শুরুতেই মহান দার্শনিক ও ধর্মগুরু শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর চরণে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই৷ মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দকে পুষ্পস্তবকে বরণ করেন বিশিষ্ট আনন্দমার্গী ডাঃ প্রশান্ত দত্ত মহাশয়৷ প্রধান অতিথির বক্তব্যে আনন্দমার্গের বিভিন্ন দিক আলোচিত হয়৷ তিনি বলেন-মানব সভ্যতার বর্তমান সার্বিক সংকট মুহূর্তে যা যা প্রয়োজন তেমন এক সর্বান্যুসুত দর্শন, সর্বাত্মক আদর্শ শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী মানব সমাজকে উপহার দিয়েছেন যার নাম ‘‘আনন্দমার্গ’’-যাতে ধর্ম, সমাজ ,শিক্ষা সাহিত্য, শিল্প, সঙ্গীত, অর্থনীতি, রাষ্ট্রনীতি, গুলির মধ্যে দিয়ে তিনি সমাজের সার্বিক সমস্যার সমাধানের সুষ্পষ্ট পথ নির্দেশনা দিয়েছেন৷ অবধূতিকা আনন্দ অন্বেষা আচার্যা তাঁর বক্তব্যে পুরুষদের সাথে নারীসমাজকেও সমমর্যাদায় প্রতিষ্ঠার কথা বলেন৷ বিশিষ্ট অতিথি আনন্দনগর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী শিক্ষক শ্রী আদিত্যনাথ রায়ের বক্তব্যে ছিল আনন্দমার্গের ভূয়শী প্রশংসা৷ সবশেষে অনুষ্ঠানের সভাপতি আচার্যা সত্যসাধনানন্দ অবধূত সবার বক্তব্যের সংক্ষিপ্ত বিশ্লেষণ করেন ও সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন৷