সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
পরমারাধ্য মার্গগুরু শ্রীশ্রীআনন্দমুর্ত্তিজী ৩৩তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে ২১শে অক্টোবর,২৩ শনিবার ৫০শোর্ধ ভক্তের উপস্থিতিতে কৃষ্ণনগর ঘূর্ণী হালদার পাড়া মোড়ে তাঁর বাস ভবন মধুপর্ণায় বেলা ৩টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত তিনঘন্টা ব্যাপী মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন---তাপসী মুখার্জী, অণুপ্রিয়া দেব, রেখা মণ্ডল, ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা, স্বাধ্যায় হয়৷ মহাপ্রয়াণ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট তাত্ত্বিক শ্রীপ্রথম দত্ত৷