কৃষ্ণনগরে পালিত হল ‘নীলকন্ঠ দিবস’

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২০০ শতাধিক ভক্তের অকুন্ঠ সহযোগিতায় কৃষ্ণনগর স্যাঁকড়া পাড়া আনন্দমার্গ স্কুল প্রাঙ্গনে অধ্যক্ষা অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যার উদ্যোগে সাড়ম্বরে পলিত হল ৫২তম ‘নীলকণ্ঠ দিবস’ প্রতাতসঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন নদীয়া জেলার রাওয়া শিল্পী শ্রীমতী কাজল সরকার৷ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র অষ্টাক্ষরী সিদ্ধমন্ত্র ‘বাবানাম কেবলম অখন্ড সংকীর্তন পরিচালনা করেন হরিপরি মন্ডল গোষ্ঠি নদীয়া জেলার সদস্য সদস্যবৃন্দ ---অবধূতিকা আনন্দ শিবধ্যান আচার্যা, অবধূতিকা আনন্দমণিষা আচার্যা শ্রীমতী কাকলী মন্ডল শ্রীকৌশিক সরকার, শ্রীমতী তাপসী মুখার্জী প্রমুখ৷

নীলকন্ঠ দিবসের তাৎপর্য ও তার ঐতিহাসীক দিক নিয়ে মূল্যবান আলোচনায় অংশগ্রহন করেন-প্রবীন আনন্দমার্গী শ্রীগৌরাঙ্গ ভট্টাচার্য, ভুক্তি প্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস, অবধূতিকা আনন্দদীপা আচার্যা, অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা, নীলকণ্ঠ দিবসের তাৎপর্য নিয়ে স্বরচিত সুন্দর একটি কবিতা পাঠ করে সবাইকে মুগ্দ করেছেন মার্গীবোন শ্রীমতী তৃপ্তি বিশ্বাস৷ অনুষ্ঠানে ২০০ শতাধিক জনকে নারায়ন সেবায় আপ্যায়ীত করেন অবধূতিকা আনন্দ শিবধ্যানা আচার্যা৷