গত ২৫শে আগষ্ট কৃষ্ণনগর হাইস্কুলে নদীয়ার বিশিষ্ট আনন্দমার্গী আনন্দ মণ্ডল ও গোবিন্দ বিশ্বাস মহাশয়ের উদ্যোগে নদীয়া ভুক্তি কমিটি সহ স্থানীয় আনন্দমার্গীদের অকুণ্ঠ সহযোগিতায় ১২০ জন প্রতিযোগীকে নিয়ে রেণেশাঁ আর্টিষ্টস্ এ্যাণ্ড রাইটার্স এ্যাশোসিয়েশন কৃষ্ণনগর শাখার পক্ষ থেকে প্রভাত সঙ্গীত অবলম্বনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হ’ল৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত পরিবেশনের পরে মঞ্চে আসন গ্রহণ করেন প্রধান অতিথি আচার্য কৃষ্ণ প্রসন্নানন্দ অবধূত,বিশিষ্ট অতিথি আচার্য সত্যসাধনানন্দ অবধূত, কৃষ্ণনগর ডায়োসিস সচিব শ্রীনিল চন্দ্র বিশ্বাস ও গৌরাঙ্গ ভট্টাচার্য, ব্রহ্মচারিণী সমর্পিতা আচার্যা প্রমুখ৷ অনুষ্ঠানে প্রভাত সঙ্গীতের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন গৌরাঙ্গ ভট্টাচার্য ও আচার্য কৃষ্ণপ্রসন্নানন্দ অবধূত৷ অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিবৃন্দ, স্থানীয় মার্গী দাদা দিদি সহ তিন শতাধিক ব্যষ্টি উপস্থিত ছিলেন৷ অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কারগুলি তুলে দেন৷ সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন ডাঃ বৃন্দাবন বিশ্বাস ও অনুময় বিশ্বাস৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়