৮ই সেপ্ঢেম্বর রবিবার ২০২৪ নদীয়া জেলা আনন্দমার্গ প্রচারক সঙ্ঘের ভুক্তি কমিটির উৎসাহ উদ্দীপনায় বিশ্ববন্দিত মহান দার্শনিক ও কালজয়ী সঙ্গীতগুরু শ্রীপ্রভাত রঞ্জন সরকার যিনি বিশ্বজুড়ে ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী নামে চির প্রণম্য৷ তাঁরই ভাব - ভাষা -সুর ও ছন্দে সমৃদ্ধ প্রভাত সঙ্গীতের ৪২ বছর পুর্ত্তি উপলক্ষ্যে সারাদিন ব্যাপী শতাধিক প্রতিযোগির উপস্থিতিতে ‘রেনেশাঁ আর্টিষ্ট এ্যান্ড রাইটার্স এ্যাসোসিয়েশন’ সংক্ষেপে ‘রাওয়া’ নদীয়া জেলার কৃষ্ণনগর শাখা আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রভাতসঙ্গীত, প্রভাতসঙ্গীত অবলম্বনে নৃত্য,-প্রভাতসঙ্গীত অবলম্বনে অঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হ’ল, কৃষ্ণনগর এ,ভি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাংস্কৃতিক মঞ্চে৷ উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতীকাকলী মন্ডল৷স্বাগত ভাষণে প্রভাতসঙ্গীত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন প্রবীন আনন্দমার্গী গৌরাঙ্গ ভট্টাচার্য৷ বিশিষ্ঠ অতিথি তথা বিচারকের ভূমিকায় অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন আনন্দমার্গ প্রচারক সংঘের বিশিষ্ঠ সন্ন্যাসী আচার্য চিরাগতানন্দ অবধূত ও বিশিষ্ঠ আনন্দমার্গী বোন শ্রীমতী রক্তিমা ভট্টাচার্য ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য পরাজ্ঞানান্দ অবধূত৷ অনুষ্ঠানের কন্েন্টালার ছিলেন ---শ্রীআনন্দ মন্ডল ও শ্রীগোরাচাঁদ দত্ত৷ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতায় নুৈষ্ঠানটি সফল করে তুলেছেন-- ভুক্তি প্রধান ডাঃবূন্দাবন বিশ্বাস, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা, রাওয়া সচিব শ্রীবিকাশ মন্ডল,ভুক্তি কমিটির সদস্যবৃন্দ প্রমুখ৷ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার প্রদান করেন কেন্দ্রীয় প্রতিনিধিবৃন্দ তথা বিচারক মন্ডলী ও উপস্থিত ভুক্তি কমিটির সদস্য বৃন্দ৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়