সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কৃষ্ণনগর শ্যাঁকড়াপাড়া আনন্দমার্গ স্কুলে অধ্যক্ষা ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যার উদ্যোগে,স্থানীয় আনন্দমার্গের সদস্য-সদস্যা ও হোমের বোনদের অকুণ্ঠ সহযোগিতায় নীলকন্ঠ দিবস পালিত হয়৷ সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’’ অখণ্ড কীর্ত্তনের পর মিলিত সাধনা ও গুরুপূজা হয়৷ স্বাধ্যায় করেন ডাঃ বৃন্দাবন বিশ্বা, পূর্ণতাদেব, তৃণাপাল প্রমুখ ৷ নীলকন্ঠ দিবসের ঐতিহাসিক তাৎপর্যের ওপর আলোচনায় অংশ গ্রহণ করেন ডাঃ বৃন্দাবন বিশ্বাস, ডঃ গোরাচাঁদ দত্ত, শ্রী গৌরাঙ্গ ভট্টাচার্য৷ দুই শতাধিক ভক্ত জনকে নারায়ন সেবায় আপ্যায়িত করেন সর্বশ্রী আনন্দ বিশ্বা, মনোরঞ্জন বিশ্বাস, গোবিন্দ বিশ্বাস, নিত্যানন্দ পাল সনৎ মৃধা ও কৃষ্ণনগর ডায়োসিস সচিব, অধ্যক্ষা ব্রহ্মচারিনী সমর্পিতা আচার্যা প্রমুখ৷