সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১২ই ফেব্রুয়ারী নদীয়া জেলা ভুক্তি কমিটির উদ্যোগে প্রতিবারের ন্যায় এবছরও সরম্বড়ে পালিত হল ‘‘নীলকণ্ঠ দিবস’’৷ বিভিন্ন স্থান থেকে আগত শতাধিক ভক্তের উপস্থিতিতে সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত মানবমুক্তির মহামন্ত্র ‘‘বাবানামকেবলম অখন্ড সঙ্কীর্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন পরিচালনা করেন তাপসী চ্যাটার্জী, ডাঃবৃন্দাবন বিশ্বাস, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা, ব্রহ্মচারিণী সুচেতা আচার্যা ও শ্রীমতী কাকলী মন্ডল প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা,গুরুপুজা ও স্বাধ্যায় হয়৷ নীলকণ্ঠ দিবসের ঘটনাবলী সবিস্তারে আলোচনায় অংশ গ্রহণ করেন ভুক্তিপ্রধান ডাঃ বৃন্দাবন বিশ্বাস , আচার্য অমৃতবোধানন্দ অবধূত, ব্রহ্মচারিণী শুদ্ধা আচার্যা৷