কৃত্রিম জলপ্রপাত চীনের ইয়ূনতাই

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

চিনের উচ্চতম জলপ্রপাত হিসাবে দাবি করা হয় ইয়ুনতাইকে৷ কিন্তু সেই জলপ্রপাত নাকি পুরোপুরি ভুয়ো! কোনও প্রাকৃতিক জলপ্রপাত নয়, এই জলপ্রপাত নাকি কৃত্রিম ভাবে বানানো হয়েছে৷ শুধু চিন-ই নয়, গোটা বিশ্বে জলপ্রপাত বেশ আকর্ষণীয় বলেই মনে করা হয়৷ প্রতি বছর তা-ই শয়ে শয়ে পর্যটক এই জলপ্রপাতের নয়নাভিরাম দৃশ্যের টানে ছুটে আসেন৷ কিন্তু যে জলপ্রপাতের উচ্চতা, দৃশ্য নিয়ে এত আকর্ষণ, সেই জলপ্রপাত পুরোটাই কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে, এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে৷

ইয়ুনতাই জলপ্রপাতটি উত্তর-মধ্য চিনের হেনা প্রদেশের ইয়ুনতাই মাউন্টেন পার্কে৷ ১০৩০ ফুট উচ্চতার এই জলপ্রপাতটির সম্প্রতি ড্রোনের মাধ্যমে ছবি তোলা হয়েছিল৷ সেই ছবি তোলার সময়ই দেখা যায়, কোনও পাহাড়ি ঝোরা নয়, মোটা মোটা একাধিক পাইপের মাধ্যমে গ্যালন গ্যালন জল পাম্প করে বার করা হচ্ছে৷ আর সেই জল হাজার ফুট নীচে আছড়ে পড়ছে৷

সেই সময় ইয়ুনতাই মাউন্টেন পার্ক কর্তৃপক্ষ দাবি করলেন, এই জলপ্রপাতটি প্রাকৃতিকই৷ তবে যে হেতু গরমের মরসুমে জলের পরিমাণ কমে যায়, তাই সেই ঘাটতি মেটাতে এবং পর্যটকরা যাতে ওই নয়নাভিরাম দৃশ্য থেকে বঞ্চিত না হন, সে কথা মাথায় রেখেই কয়েকটি পাইপ দিয়ে জল পাম্প করা হয়৷ গরমের মরসুমেও বর্ষার মতো জলপ্রপাতের রূপ ধরে রাখতে এই ‘বাড়তি’ ব্যবস্থা করা হয়েছে৷ এই ঘটনায় চিনের মিথ্যাচার নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে পর্যটক মহলে৷