সংবাদদাতা
পি.এন.এ.
সময়
৩৭০ ধারা বাতিলের পর কশ্মীর এখন স্বাভাবিক৷ এমনটাই দাবী করছে কেন্দ্রীয় সরকার৷ তবু কশ্মীরে পঞ্চায়েত নির্বাচন করার সাহস পাচ্ছে না সরকার আইনশৃঙ্খলা জনিত কারণে৷ জম্মু-কশ্মীর স্বরাষ্ট্র দপ্তরের মতে কশ্মীর স্বাভাবিক থাকলেও নির্বাচন করার মত আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও তৈরী হয়নি৷ নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় স্বরাষ্ট্র দপ্তরের পরামর্শ মেনে জম্মু-কশ্মীর পঞ্চায়েত নির্বাচন স্থগিত রাখা হয়েছে৷