কশ্মীরে ‘তাপপ্রবাহ’ ৪০ ডিগ্রি!

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কাশ্মীরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে৷ অন্যতম উষ্ণ জুলাই মাসের সাক্ষী থাকছে উপত্যকা অঞ্চল৷ পরিস্থিতি এমনই যে, সেখানে ছোটদের স্কুল বন্ধ করে দিতে হয়েছে৷ স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে, আপাতত দু’দিন পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়৷ কাশ্মীর প্রশাসন রবিবার যে নির্দেশিকা জারি করছে, তাতে বলা হয়েছে, তীব্র গরমের কারণে ২৯ এবং ৩০ জুলাই কাশ্মীরে ছোটদের সমস্ত ক্লাস বন্ধ থাকবে৷ পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুরা স্কুলে যাবে না এই দু’দিন৷ তবে স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের ছুটি থাকছে না৷ সরকারি এবং বেসরকারি স্কুল, উভয় ক্ষেত্রেই এই নির্দেশ কার‌্যকর হবে৷

গত কয়েক দিন ধরে কাশ্মীরে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকছে৷ রবিবার তা ছাড়িয়ে গিয়েছিল ৩৬ ডিগ্রির গণ্ডিও, যা চলতি মরসুমে ছিল সর্র্বেচ্চ৷ কাশ্মীরে জুলাই মাসে এত তাপমাত্রা সাধারণত দেখা যায় না৷ শেষ বার জুলাইয়ে কাশ্মীরের তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছাড়িয়েছিল ১৯৯৯ সালে৷ এই হিসাবে রবিবার গরমে ২৫ বছরের নজির ভাঙল কাশ্মীর৷ ১৯৯৯ সালের ৯ জুলাই তাপমাত্রা হয়েছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস৷ তবে কাশ্মীরে জুলাই মাসের সর্র্বেচ্চ তাপমাত্রার নজির রয়েছে ১৯৪৬ সালে৷ সে বার সর্র্বেচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা এখনও পর্যন্ত আর কখনও হয়নি৷