‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়’, প্রকাশিত হয়েছে ২০২২ সালের বিশ্বের ক্ষুধাসূচক রিপোর্ট অনুযায়ী, ভারতে আরও কিছুটা বেড়েছে ক্ষুধার জ্বালা৷ বিশ্বক্ষুধা সূচকে আরও কিছুটা বেড়েছে ক্ষুধার জ্বালা৷ ২০২২ সালে বিশ্বক্ষুধা সূচকে আরও কিছুটা পিছিয়ে গেল ভারতের স্থান৷ গ্লোবাল হাঙ্গার সূচকে ১০৭তম স্থানে নেমে গেল ভারত৷ যুদ্ধ বিধবস্ত আফগানিস্তন ছাড়া দক্ষিণ এশিয়ার সমস্ত দেশের পিছনে রয়েছে ভারত৷ এ সূচকে আগের থেকে ৬ ঘর পিছিয়েছে ভারতবর্ষ৷ ২০২১ সালে ভারতের স্থান ছিল ১০৭ নম্বরে৷ সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এক সমীক্ষায় বিশ্বজুড়ে খাদ্য সংকটের এক ভয়াবহ ছবি সামনে এসেছে৷ ঐ সমীক্ষায় প্রকাশ, বিশ্বে প্রতি চার সেকেণ্ডে একজনের মৃত্যু হতে পারে অনাহারে৷ এই মুহূর্তে বিশ্বের ৩৪.৫ কোটি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছে৷ আমাদের দেশ সহ ৪৫টি দেশের কোটি কোটি মানুষের দিন কাটে অনাহারে ও অর্ধাহারে৷
সংবাদদাতা
পি.এন.এ.
সময়