কুমিরের চোখে কামড়ে নিজের প্রাণ রক্ষা করলেন অষ্ট্রেলিয়ায় এক বৃদ্ধ

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

পেশায় পশুপালক কলিন ডেভারক্স গরুদের কুমিরের হাত থেকে সুরক্ষিত রাখতে ফিন্নিস নামের একটি নদীর ধারে বেড়া লাগাতে গিয়েছিলেন৷ এই কাজ করতে গিয়ে নদী সংলগ্ণ একটি হ্রদের হাঁটুজল পেরোতে গিয়ে কুমিরের হানার মুখে পড়েন তিনি৷ ষাটোধর্ব কলিনের ডান পা কামড়ে ধরে ৩.২ মিলিমিটারের একটি কুমির৷ প্রাণ বাঁচাতে বেশি কিছু না ভেবেই কুমিরের একটি চোখ কামড়ে ধরেন ওই বৃদ্ধ৷ তার পরেই পিছু হটতে থাকে কুমিরটি৷ শেষে কলিনকে ছেড়ে দিয়ে অন্যত্র সরে যায় সে৷

পা দিয়ে অনবরত রক্ত বেরিয়ে যাওয়ায় ওই বৃদ্ধ পশুপালককে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়৷ সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি৷ নিজের ভয়ঙ্কর অভিজ্ঞতার প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানায়---‘‘আমার হাতে অন্য কোনো উপায় ছিল না৷ হঠাৎ মাথায় আসে যে, একমাত্র কুমিরটির চোখে কামড়ে দিলেই তাকে জব্দ করা যাবে৷’’ তারপরে তাঁর সংযোজন, ‘‘কামড়ে ধরতেই মনে হল একটা মোটা চামড়ায় দাঁত বসালাম৷ কিন্তু আমি হাল ছাড়িনি৷ এইভাবে বেশকিছু সময় থাকার পর কুমিরটি আমায় ছেড়ে দেয়৷’’

কুমিরের আক্রমণ থেকে রক্ষা পেতে প্রতিআক্রমণেই ভরসা রেখেছিলেন অস্ট্রেলিয়ার এক পশুপালক৷ মূলত এই কৌশল অবলম্বন করেই এই যাত্রায় রক্ষা পেলেন তিনি৷