কয়লায় টান-শিল্পে সংকট

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী রাজকুমার সিংহ এক প্রতিবেদনে জানিয়েছেন---অতিমারির দ্বিতীয় ঢেউ শেষের দিকে আসায় বিভিন্ন কলকারখানায় এখন পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হয়েছে৷ ফলে বিদ্যুতের চাহিদা বেড়েছে৷ তাই বিদ্যুতের উৎপাদন বাড়ায় এখন কয়লায় টান পড়েছে৷ তবে কেন্দ্রীয় মন্ত্রীর কথায়  বিদ্যুতের  সংকট এখনও দেশে দেখা দেয়নি৷

বিদ্যুতের চাহিদা বাড়ায় অর্থনীতির উন্নতির লক্ষণ৷ কারণ এতে অর্থনীতি বৃদ্ধির দিকই তুলে ধরছে৷ তবে আগষ্ট মাস থেকে বৃষ্টিজনিত কারণে কয়লার উৎপাদন কমেছে৷ আবহাওয়া স্বাভাবিক হলেই কয়লার উৎপাদনও বাড়বে৷ তখন পরিস্থিতি স্বাভাবিক হতে পারে৷ এবছর এপ্রিল মাস থেকে সেপ্ঢেম্বর পর্যন্ত গত ৬ মাসে কোল-ইন্ডিয়া বিভিন্ন বিদ্যুৎ সংস্থাকে ২৪.৬০ কোটি টন কয়লা সরবরাহ করেছে৷ যা দেশের সর্বকালীন রেকর্ড৷ আপাতত মাত্র ৫ দিনের মত কয়লা বিদ্যুৎ সংস্থাগুলির কাছে মজুত আছে৷ তবে কোল ইন্ডিয়া এই সমস্যার সমাধানে চেষ্টা করছে গুরুত্ব দিয়ে৷ আশা করছে বিদ্যুৎ উৎপাদনে কোন সমস্যা থাকবে না৷