খানাকুলে ত্রাণ ও স্বাস্থ্য শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৯শে অক্টোবর,২৪ আনন্দমার্গ ইয়ূনিবার্র্সল রিলিফ টীম হুগলী শাখার পক্ষ থেকে খানাকুল ২নং ব্লকের মুস্তাফাপুর, চিংড়া ও মাগরী গ্রামের বন্যায় বিপন্ন প্রায় ৮০০ মানুষের হাতে খাদ্য সামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়৷ এছাড়া স্বাস্থ্য শিবিরে বহু মানুষের চিকিৎসা করা ও ঔষধ দেওয়া হয়৷ ত্রাণ ও স্বাস্থ্যশিবির পরিচালনার দায়িত্বে ছিলেন হুগলীর ডায়োসিস সচিব আচার্য সুবিকাশানন্দ অবধূত, নারীকল্যাণ বিভাগের ডায়োসিস সচিব অবধূতিকা আনন্দদূ্যতিময়া আচার্যা ও স্বদেশ মাইতি, প্রীতি মাইতি, দেবাশীষ হাজরা, শ্যামস দোলুই প্রমুখ৷