খাতড়ায় বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১০ই ডিসেম্বর বাঁকুড়া জেলার খাতড়া আনন্দমার্গ সুকলে খাতড়া নিবাসী স্বর্গীয় সমীরণ সেন ও চাঁপা সেনের পুত্র সৌম্যজিতের  সঙ্গে রায়গঞ্জ নিবাসী গৌরাঙ্গ দাশ ও শিউলি দাশের  কন্যা পায়েলের সহিত আনন্দমার্গ সমাজশাস্ত্র মতে বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানের সূচনায় প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশিত হয়৷ উপস্থিত মার্গী ভাই-বোনদের  মিলিত সাধনার পর বিবাহ অনুষ্ঠান শুরু হয়৷ বিবাহ অনুষ্ঠানে পৌরহিত্য করেন পাত্রপক্ষে আচার্য বোধিসত্ত্বানন্দ অবধূত ও পাত্রী পক্ষে অবধূতিকা আনন্দ সুধীরা আচার্যা৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ও আনন্দমার্গের বৈপ্লবিক বিবাহের বিষয়ে বক্তব্য রাখেন আচার্য সত্যনিষ্ঠানন্দ অবধূত৷