খড়্গপুরে মার্গীয় পদ্ধতিতে অন্নপ্রাশন ও নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

২৬শে জানুয়ারী, রবিবার খড়্গপুরের অন্তর্গত মালঞ্চ এলাকায় স্বাতী মিত্র দাস ও শুভদীপ মিত্রের কনিষ্ঠ কন্যা প্রনীতির শুভ অন্নপ্রাশন আনন্দ মার্গীয় বিধিতে সুসম্পন্ন হয়৷ এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দ শতদীপা আচার্যা৷ প্রভাত সঙ্গীত ও বাবা নাম কেবলম কীর্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ তপশীলা আচার্যা সহ অন্যান্য মার্গী দাদা দিদিগণ৷ উপস্থিত সকলকেই মার্গীয় বিধিতে অনুষ্ঠিত এই অন্নপ্রাশন অনুষ্ঠান আকৃষ্ট করে৷

২৭শে জানুয়ারী, সোমবার খড়্গপুরের ঝাপেটাপুরে সীমা যাদব ও অমিত কুমারের পুত্রের নামকরণ অনুষ্ঠান মার্গীয় পদ্ধতিতে সম্পন্ন হয়৷ পুত্রের নাম রাখা হয় প্রণবকুমার৷ সীমা যাদবের কাকা যোগেন্দ্র সিং এর বাসগৃহে এই অনুষ্ঠান হয়৷ তিন ঘণ্টা ব্যাপী কীর্তন, ঈশ্বর প্রনিধানের পর নামকরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে৷ এখানে বক্তব্য রাখেন অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা৷ তিন শতাধিক মানুষ মিলিত আহারে অংশ নেন৷