খেলা

লেখক
জিজ্ঞাসু

হার নেই জিৎ নেই  শুধুমাত্র খেলা৷ ১৯৯০ থেকে ২০১৮ এই দীর্ঘ আঠাশ বছর  লেগে  গেল, এই প্রতিবেদকের বাক্যবন্ধ বুঝতে৷ বহু সহস্র জনতার  ভিড়ে, মঞ্চে ওঠার সময়, সিঁড়ির মাঝেই নিয়মের বাইরে  গিয়ে, আচমকা  জনতার  দিকে ঘুরে  দাঁড়িয়ে  পড়তেন  সর্বপ্রিয়  সেই মহান অমৃত পুরুষ সবার সেই পরমাত্মীয় জনসমুদ্রকে  জিজ্ঞাসা করতেন, তোমরা  সবাই ভালো আছো তো? সমুদ্র বিগলিত হতো কল্লোলে---ভালো  আছি বাবা! এবার  তিনি হিন্দিতে  বলবেন, মজামে  হ্যায় না  জী৷  আবার  সমুদ্র গর্জন  আনন্দের---হ্যাঁ, বাবা ৷ অমৃত বর্ষণে  যেন ভরে  গেল সমুদ্র৷ স্থান ঃ আনন্দ নগর ধর্মমহাচক্র, পুরুলিয়া৷ সেই  বছরই তিনি এই পৃথিবী ছেড়ে যাবেন৷ জিজ্ঞাসুর বয়স তখন ৪৬৷ তার সেদিন  প্রশ্ণ ছিল---কী বলছেন উনি? মজা? কোথায় মজা?  কিসের মজা?৷ অন্যায়-অত্যাচার , অবিচার , হাজার  সমস্যায় জর্জরিত  দুঃখী পৃথিবী, আর  তারই মধ্যে  তিনি সবাই কে  মজাতে  থাকতে বলছেন?  আশ্চর্য!

সেদিন জিজ্ঞাসু যে কথাটি বোঝেনি, আজ ২০১৮তে পঁচাত্তরে  পা বাড়ানো জিজ্ঞাসু সেই ‘‘মজায় থাকো’’ কথাটার মানে বুঝল৷ ধন্য হল জীবন৷ ভরে গেল মন৷ কী মানে হতে  পারে কথাটির ৷ এক অপূর্ব ভাবনার ঈশারা  দিয়েছিলেন, সেই বিদ্যুৎ গতির  মহাজন, মহাবিশ্বের অমৃতপুরুষ ৷ এই পৃথিবীতে  মানুষ কীভাবে  থাকবে , তার সংকেত  দিয়েছিলেন সেদিন৷  আজ  তিনি হয়তো  সুদূরের অন্য কোনো গ্রহে৷  জিজ্ঞাসু আজো  এই গ্রহে  থেকে  মজায় থাকার  খেলায় মত্ত৷ জাষ্ট খেলে যাও, কখনো এগোও কখনো পিছিয়ে যাও, বলটা নিয়ে  খেল আনন্দে, পাস দাও, বোকা বানাও প্রতিপক্ষকে, বিদ্যুৎ গতিতে  উপস্থিত হও সঠিক জায়গায়, মারো শট৷ লক্ষ্য ভেদ হল তো হল না হল তো  না হল৷ আরে  বাবা এটা তো প্রকৃতপক্ষে কোনও যুদ্ধ  নয়, নিছক  এক খেলা৷ খেলাতে  হার  আছে  জিত আছে৷ হাসতে হাসতে  জেতো কিম্বা হেরে গিয়েও হাসো,  মজাতে থাক৷  তোমার  হার জিতে  চলমান  এই বিশ্বের  কিছু আটকায়  না৷  এই দিন যাবে  রাত  আসবে, আবার দিন....৷ মানুষ এই মহাবিশ্বপটে অগণিত  গ্যালাক্সির  কোনো কোনে পড়ে থাকা  অসহায়  মানব শিশু, সবে মাত্র ভূমিষ্ঠ হল, হাত পা  নাড়ছে  হেসে হেসে, তাতেই  মজা, লক্ষ লক্ষ বছর  পূর্বে আসা  মানুষের  তুলনায় তার  সভ্যতার  বয়স  মাত্র পনেরো  হাজার  বছর৷ পৃথিবীর  এই শিশু সভ্যতার  বয়স যেন  দুঘন্টা পার  হল মাত্র৷ জেগে ওঠা শিশুটির  নাম মানুষ৷ অনেক  কিছুই  তার  নিয়ন্ত্রণে  নেই, অনেক কিছুই  তার অজানা৷  সে মাত্র  বেহিসেবী খেলতে  জানে, তাতেই আনন্দ পায়৷৷ অজানাকে জানতে চায়  এদিকে  নিজেকেই  জানা হলনা৷ না জাস্ট খেলে যাও৷ মনের আনন্দে৷  অভিনয়ে  মহারাজা হতেই পার৷  নিখঁুত খেল৷ হাবভাব মেকআপ  সব মহারাজার  মত হোক  কিন্তু ভেতরে  ভেতরে  জানো নাটক  শেষে  রঙ মুছে  ঘরে ফিরতে  হবে৷  এটা একটা খেলা৷  খেলা যখন  মজাটা  নাও৷ হার জিৎ নয় মজা পাই তাই খেলি৷ খেলতে খেলতে  এক সময়  ক্লান্তি  আসবে,  ঘুম আসবে বিশ্রামের৷ ....তিনি আমাকে  এত ভালোবাসেন! চলো তাহলে  আরেকটু  খেলে নি, মজাতে  থাকতেই খেলা ৷ মজা তে মাতি৷  সময়  হারিয়ে যাক৷ সবহেরে  ও জিতে যাই৷ হা হা করে হাসি৷ ......এ আমার একান্ত ব্যষ্টিগত---আত্মগত অনুভূতি!