সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা, উঃ২৪পরগণা, বসিরহাট
সময়
গত ১লা অক্টোবর শারদোৎসব উপলক্ষ্যে উঃ২৪পরগণা জেলার খোলাপোতায় আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে এক তত্ত্বসভা ও বস্ত্রবিতরণ অনুষ্ঠান হয়৷ এই উপলক্ষ্যে সকাল থেকে প্রভাতসঙ্গীত, কীর্ত্তন মিলিত সাধনা ও গুরুপূজার পর উপস্থিত কলেজ পড়ুয়া যুবক-যুবতী ও অন্যা্যনদের মধ্যে এক তত্ত্বসভা অনুষ্ঠিত হয়৷ এই সভায় মানবজীবনের লক্ষ্য, আদর্শ মানব চরিত্র ঘটনে সাধনার প্রয়োজনীয়তা ও প্রাউটতত্ত্ব নিয়ে আলোচনা করেন আচার্য প্রসূনানন্দ অবধূত, অবধূতিকা আনন্দজ্যোতি আচার্যা, অবধূতিকা আনন্দরেখা আচার্যা৷ এরপর শুরু হয় বস্ত্র বিতরণ অনুষ্ঠান৷ স্থানীয় একশত দুঃস্থ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়৷ সমস্ত অনুষ্ঠানটি খোলাপোতা ইয়ূনিট ও বসিরহাট ইয়ূনিটের শ্রীকনক দাস, উৎপল বাছার, গৌতম দাস, নির্মল সরকার ও অন্যান্য মার্গীদের পরিচালনায় সুষ্টুভাবে সম্পন্ন হয়৷