সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ১০ই এপ্রিল হাওড়া খাটির বাজারে একটি সেমিনার অনুষ্ঠিত হয়৷ এই সেমিনারে আনন্দমার্গ দর্শন ও যোগাসনের ওপর আলোচনা করেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷ সেমিনার আয়োজন করেন হাওড়া ভুক্তি কমিটি ও স্থানীয় ইয়ূনিটের কর্মীরা৷