লাল বলের দলেও দেখা যেতে পারে আরশদীপকে

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকে সাদা বলের ক্রিকেটেই খেলছেন আরশদীপ সিংহ৷ টি-টোয়েন্টি এবং এক দিনের দলে তিনি নিয়মিত সদস্য৷ তবে সব ঠিকঠাক থাকলে এ বার লাল বলের দলেও দেখা যেতে পারে আরশদীপকে৷ অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে যে দল যাবে সেখানে আরশদীপের নাম দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই৷ সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭টি উইকেটে নিয়ে সর্র্বেচ্চ উইকেটশিকারি হয়েছেন আরশদীপ৷ এখনও পর্যন্ত ছ’টি এক দিনের ম্যাচ এবং ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন৷ ভারতীয় বোর্ডের এক কর্তা এক সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘সাদা বলের ক্রিকেটে আরশদীপ বল খুব ভাল ভাবে সুইং করিয়েছে৷ ওকে হয়তো লাল বলের ক্রিকেটে কয়েকটা প্রস্তুতি খেলার নির্দেশ দেওয়া হতে পারে৷ ৫ সেপ্ঢেম্বর দলীপ ট্রফি থেকেই সেটা শুরু হতে পারে৷ অস্ট্রেলিয়া সফরে যাওয়ার সম্ভাবনা তাতে আরও বাড়বে৷ ওই সিরিজে যশপ্রীত বুমরার পাশাপাশি আরশদীপ ভারতের তুরুপের তাস হতে পারে৷’’ তিনি আরও বলেছেন, ‘‘নির্বাচকেরা চান সাদা বলের ক্রিকেটে আরও অন্তত একজন বাঁহাতি পেসার থাকুক৷ সে কারণেই খলিল আহমেদকে জিম্বাবোয়ে সিরিজে খেলানো হয়েছে এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ফরম্যাটের সিরিজেই নেওয়া হয়েছে৷’’