সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২৯শে জুলাই লামডিং-এর কালীবাড়ি পুকুর পাড় কলোনীর বিশিষ্ট আনন্দমার্গী শ্রীশেষ চক্রবর্তীর বাসভবনে মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী পদার্পণ দিবস উপলক্ষ্যে তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তন ও মিলিত সাধনার পর কীর্ত্তন মহিমার ও আনন্দমার্গের সমাজশাস্ত্র বিষয়ে বক্তব্য রাখেন বাবুল দেব ও রত্না দে৷ এই উপলক্ষ্যে শতাধিক মার্গী ভাইবোন উপস্থিত ছিলেন৷