লামডিং ও বর্ধমানে সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৯,৩০ ও ৩১শে জানুয়ারী অসমে লামডিং ডায়োসিসে প্রথম স্তরের সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে লামডিং ডায়োসিসের শতাধিক মার্গীভাইবোন উপস্থিত ছিলেন৷ প্রশিক্ষক ছিলেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি তিনদিনের এই সেমিনারে আনন্দমার্গ দর্শনের সামাজিক ও আধ্যাত্মিক বিষয়ের ওপর  আলোচনা করেন৷ আলোচ্য বিষয়গুলি ছিল---‘আধ্যাত্মিক অনুশীলনই  সুচ্যগ্রস্তরে পৌঁছানোর পথ’, ‘স্বগত অভিভাবন ও পরগত অভিভাবন’, ‘সামাজিক মনস্তত্ব’ ও ‘অর্থনীতির চারটি ধারা’৷

সেমিনারে শেস দিনে লামডিং কলেজের প্রাক্তন ও বর্তমান দু’জন অধ্যাপিকার উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল৷ আলোচনার বিষয় বস্তু ছিল---বর্তমান সমাজের সার্বিক অবক্ষয়---উত্তরণ কোনপথে৷ এ বিষয়ে বক্তব্য রাখেন আচার্য প্রসূনানন্দ অবধূত৷ তিনি প্রাউটের বিকেন্দ্রীত অর্থনীতি ও আধ্যাত্মিক নৈতিকতার ওপর জোর দেন৷ সেমিনার উপলক্ষ্যে প্রভাত ফেরি, কীর্ত্তন মিছিল হয় গুয়াহাটি শহরে৷

বর্ধমান ঃ গত ২৯,৩০ও ৩১শে জানুয়ারী বর্ধমানে বোরহাট আনন্দমার্গ স্কুলে তিনদিনের একটি সেমিনারের আয়োজন হয়েছিল৷ উক্ত সেমিনারে বর্ধমান হাওড়া-হুগলী, বীরভূম, দুমকা দেওঘর গোড্ডা প্রভৃতি স্থানের মার্গী ভাইবোনেরা যোগ দিয়েছিলেন৷ এখানে প্রশিক্ষক ছিলেন আচার্য রবিশানন্দ অবধূত৷ তিনি আনন্দমার্গ দর্শনের আলোচ্য বিষয়গুলি প্রাঞ্জল ভাষায় বুঝিয়ে বলেন৷ গত ৩০শে জানুয়ারী অপরাহ্ণে একটি কীর্ত্তন মহা মিছিল বর্ধমান শহরে পথ পরিক্রমা করে৷ ‘বাবা নাম কেবলম্‌’---এই অষ্টাক্ষরী মহানাম মন্ত্রের সুরমুর্চ্ছনায় আকৃষ্ট হয়ে বহু মানুষ রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকেন৷