সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
গত ২১শে আগষ্ট,২০২৩ লামডিঙের বিশিষ্ট আনন্দমার্গী বাপ্পাদিত্য ধর ও খুসবু ধরের নবজাতক পুত্রের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান আনন্দমার্গ চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে তিনঘন্টা ‘বাবা নাম কেবলম্’ মহানাম মন্ত্র কীর্ত্তন অনুষ্ঠান হয়৷ কীর্ত্তন শেষে কীর্ত্তন মহিমার উপর বক্তব্য রাখেন বাবুল ধর৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য সিদ্ধিনাথানন্দ অবধূত৷ তিনি শিশুর নাম রাখেন বৈদিক ধর৷ আচার্য জগদীশানন্দ অবধূত, ভুক্তিপ্রধান রত্না দে সহ ৫০ জন মার্গী ভাইবোন উপস্থিত ছিলেন৷ এছাড়া ধরপরিবারের আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও প্রতিবেশীও প্রায় ৪০০ জন উপস্থিত ছিলেন৷ লামডিঙ থেকে সংবাদ পাঠান বিনয় কুমার দেব৷