লারার মতে বিশ্বকাপে ভারত যথেষ্ট শক্তিশালী বিরাট তাঁর কাছে রান তোলার মেশিন

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার  ব্রায়ান লারা বিরাট সম্পর্কে প্রশংসায় পঞ্চমুখ৷ তিনি বললেন--- ‘বিরাট একটা রান তোলার যন্ত্র’৷ বিরাটের খেলার ধরণ, তাঁর মানসিকতায় মুগ্দ হয়েছেন চার্লস ব্রায়ান লারা৷ লারা মনে করেন বিপক্ষকে চাপে রাখার খেলাটা শচীনের পর ভারতীয়দের মধ্যে বিরাটের মধ্যে বর্তমান৷ তাই দু’দলের মধ্যে ফারাক গড়ে দিতে পারেন বিরাট কোহলি৷ লারার মতে ৮০ বা ৯০ দশকে যে ক্রিকেটাররা বিশ্ব ক্রিকেটে শাসন করেছেন তাঁদের সঙ্গে বিরাটের তুলনা করা চলে৷ বিরাটের মানসিকতাটা অনেকটা কপিল দেবের মত৷ আর ব্যাটিং করার ধরণটা ঠিক শচীনের মত ধবংসাত্বক৷ সেই কারণে বিরাটের মাঠে থাকাটা দলের পক্ষে যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷ খেলার পরিস্থিতি যাই থাকুক না কেন বিরাটকে দেখে কখনোই মনে হয় না যে তার দল চাপে রয়েছে৷ অর্থাৎ বিপরীত পরিস্থিতিতে বিপক্ষকে অস্বস্তিতে রাখার কৌশলটা বিরাট কোহলি রপ্ত করে ফেলেছেন৷ হার না মানার এই মানসিকতা দলের পক্ষে যথেষ্ট কার্যকরী৷ ব্যাট করার সময় সবসময় স্কোর বোর্ডকে সচল রাখাটা বিরাটের খেলার মধ্যে লক্ষ্যণীয়৷ ক্রিকেটে ফিটনেস সব সময়েই গুরুত্বপূর্ণ৷ পঞ্চাশ ওভারের খেলায় উচ্চ পর্যায়ের ফিটনেস থাকার কারণে ভারতীয় খেলোয়াড়রা অন্য দলের খেলোয়াড়দের থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে এই মুহূর্ত্তে৷ আর ভারতীয়দের মধ্যে বিরাট ফিটনেস সর্বোত্তম৷ এই ফিটনেস কাজে লাগিয়েই নিজের সাফল্যকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে  ভারত অধিনায়ক৷’ এই নিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে  চলেছেন কোহালি৷ তবে  এ বারই প্রথম বিশ্বকাপে তিনি নামবেন ভারতীয় দলের অধিনায়ক হিসেবে৷  সেই কোহালির প্রশংসা করতে গিয়ে লারার মন্তব্য ‘‘প্রতি ম্যাচেই বিরাট সফল হচ্ছেন৷ শচীনের সঙ্গে বিরাটের তুলনায় না গিয়ে বলা যায়বিব বিরাটের ব্যাট যন্ত্রের মত দ্রুত রান করে চলে৷’’