লকডাউনে বিপন্ন মানুষের পাশে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

বিশ্বব্যাপী করোণা ভাইরাসের আক্রমণ ও সারা ভারতে লকডাউনে বিপন্ন মানুষের পাশে আনন্দমার্গ প্রচারক সঙ্ঘ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কয়েকটি নিদর্শন ছবি সহকারে দেওয়া হলো।

 

রীলিফ দার্জিলীং ১
আনন্দমার্গের সেবাকার্য — দার্জিলিং
রীলিফ গুয়াহাটি ১
আনন্দমার্গের সেবাকার্য — গুয়াহাটী, আসাম

 

 

 

 

 

 

 

 

 

রীলিফ বারাসাত ১
আনন্দমার্গের সেবাকার্য — বারাসাত, উত্তর ২৪ পরগণা
রীলিফ আনন্দ নগর ১
আনন্দমার্গের সেবাকার্য — আনন্দ নগর
রীলিফ তেজপুর ১
আনন্দমার্গের সেবাকার্য — তেজপুর, আসাম
রীলিফ কলকাতা ১
আনন্দমার্গের সেবাকার্য — ভি.আই.পি. নগর, কলকাতা
রীলিফ বিহার ১
আনন্দমার্গের সেবাকার্য — মধু মগহী, বিহার
রীলিফ হাওড়া ১
আনন্দমার্গের সেবাকার্য — হাওড়া

লকডাউনে আমরা বাঙালীর সেবা কার্য

৫ই মে, কাঁকিনাড়া, উত্তর ২৪ পরগণাঃ লক ডাউনে আটকে সমাজের দুঃস্থ মানুষেরা আজ বিপন্ন। আমরা বাঙালীর পক্ষ গত এপ্রিল মাস থেকে কাঁকিনাড়া জগদ্দল স্টেশনের দুঃস্থ, ভবঘুড়ে ও কর্মহীন শ্রমিকদের রান্নাকরা খাদ্য বিতরণ হচ্ছে।
এর আগে ক্রমান্বয়ে এপ্রিল মাসের ১লা , ৩রা , ৫ই,  ৭ই, ৯ই, ১১ই, ১৩ই, ১৫ই, ১৭ই, ১৯শে, ২১শে, ২৩শে, ২৫শে, ২৭শে, ২৯শে ও মে মাসের ১লা, ৩রা ও আজ ৫ তারিখে রান্নাকরা খাদ্য বিতরণ  হয়েছে। লকডাউনের সময় সীমা আপাততঃ ২১শে মে পর্যন্ত বর্ধিত করা হয়েছে। আমরা বাঙালীর পক্ষ থেকে জানানো হয়েছে এই সেবা কার্যও ২১শে মে পর্যন্ত চলবে ।

রীলিফ আমরা বাঙ্গালী ১

রীলিফ আমরা বাঙ্গালী ২

রীলিফ আমরা বাঙ্গালী ৩

রীলিফ আমরা বাঙ্গালী ৪

রীলিফ আমরা বাঙ্গালী ৫