লক্ডাউনের বিধিনিষেধ মেনে অনাড়ম্বর পরিবেশে পালিত হয় শ্রাবণী পূর্ণিমা

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

প্রতিবছরের মতো এবছরও ৩রা আগষ্ট কলকাতার কাশীমিত্র ঘাটে আনন্দমার্গের পক্ষ থেকে শ্রাবণী পূর্ণিমা উৎসব পালন করা হয় লক্ডাউনের বিধিনিষেধ থাকায় অল্প সংখ্যক মার্গীদের উপস্থিতিতে অনাড়ম্বর পরিবেশে উৎসব পালিত হয় ১৯৩৯ সালে এই শ্রাবণী পূর্ণিমাতেই শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী কলকাতার কাশীমিত্র ঘাটে  তখনকার কুক্ষ্যাত ডাকাত কালীচরণকে দীক্ষা দিয়ে  তার দস্যু বৃত্তির বিনাশ ঘটিয়ে তাকে আলোর পথে চলার দিশা দেখান শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজী তখন কলকাতা বিদ্যাসাগর কলেজের ছাত্র ছিলেন প্রতিদিন গঙ্গার তীরে তিনি সান্ধ্য ভ্রমনে যেতেন অভ্যাস মতো সেদিনও শ্রাবণী পূর্ণিমার আলো আঁধারের পরিবেশে  ভ্রমণ শেষে কাশীমিত্র ঘাটে বসে বিশ্রাম নিচ্ছিলেন তখনি সেখানে লুঠ করার উদ্দেশ্যে উপস্থিত হয় কালী ডাকাত কিন্তু তরুণ প্রভাতরঞ্জনের নির্ভীক ও মধুর বচনে অভিভূত হয়ে যান কালীচরণ তার অন্তরের দস্যু বৃত্তির বিনাশ ঘটে তখনই তিনি গঙ্গায় স্নান করে প্রভাত রঞ্জনের কাছে আলোর পথে চলার দীক্ষা গ্রহণ করেন কালী ডাকাত হলেন কালিকানন্দ অবধূত মানব সভ্যতার ইতিহাসে যুক্ত হল এক গৌরবোজ্জ্বল অধ্যায় তরুণ প্রভাতরঞ্জন সেদিন দৃষ্টান্ত স্থাপন করলেন যে যত বড় দস্যুই হোক চেষ্টা ও শুভ ইচ্ছা থাকলে আলোর পথে ফিরে আসা অসম্ভব নয় সেইদিন সেই কাশীমিত্র ঘাটে শ্রাবণী পূর্ণিমার আলো আঁধারের পরিবেশে বিশ্বের কালীচরণদের কাছে সেই বার্তা পৌঁছে দিলেন প্রভাতরঞ্জন পতিতপাবন ধরায় অবতীর্ণ হয়েছেন সেদিনের সেই তরুণ প্রভাতরঞ্জন পরবর্তীকালে শ্রীশ্রীআনন্দমূর্ত্তি নামে পরিচিত আজ তাঁর প্রবর্তিত আনন্দমার্গ দর্শন ও প্রতিষ্ঠিত আনন্দমার্গ প্রচারক সংঘ বিশ্বে এক নবযুগের সূচনা করতে চলেছ।

ওইদিন সকাল ৯টায় অনুষ্ঠান শুরু হয় প্রথমে আচার্য সেবাব্রতা নন্দ অবধূত প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন সাধনা শেষে  শ্রাবণী পূর্ণিমার ওপর শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর প্রবচন পাঠ করে শোনান---আচার্য বাসুদেবানন্দ অবধূত এরপর শ্রীপ্রভাতরঞ্জন সরকারের শ্রাবণী পূর্ণিমার ওপর রচিত---শ্রাবণী পূর্ণিমার কথা আজ মনে পড়ে সঙ্গীতটি পরিবেশন করেন শ্রী চিরন্তন সাহা সবশেষে শ্রাবণী পূর্ণিমার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত শেষে ভুক্তিপ্রধান শ্রীমতি সুনন্দা সাহা সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।

পুরুলিয়া ঃ পুরুলিয়া জেলায় আড়ষা ব্লকে জীবনডি মোড়ে পিএমএস হাইস্কুলে শ্রাবণী পূর্ণিমা উপলক্ষ্যে তিনঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় স্থানীয় মার্গীভাই-বোনরা এই অনুষ্ঠানের আয়োজন করে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য সত্যস্বরূপানন্দ অবধূত তিনি উপস্থিত মার্গী ভাই-বোনদের কাছে শ্রাবণী পূর্ণিমার তাৎপর্য ব্যাখ্যা করে বলেন।