লোকসভা নির্বাচন ঃ কালো টাকার খেল!

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কোলপাতা ঃ ১৭তম লোকসভা নির্বাচনের বিজ্ঞাপ্তি জারী হয়েছিল ১০ মার্চ৷ সেদিন থেকে ১৭ই মে পর্যন্ত পুলিশ ও আয়কর বিভাগের আধিকারিকরা মিলে প্রায় ৬৭ কোটি (৬৬.৮৩ কোটি) কালো টাকা উদ্ধার করেছে৷ পুলিশের অনুমান এই টাকা বোটারদের ঘুষ দেওয়ার জন্যে পাঠানো হচ্ছিল৷

কমিশন জানিয়েছে, ২০১৪ সালে লোকসবা নির্বাচনে বাজেয়াপ্ত হয়েছিল ৯.৬৮ কোটি কালো টাকা৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বাজেয়াপ্ত হয়েছিল ৭.৮০ কোটি কালো টাকা৷ এ বছর লোকসভা নির্বাচনে ২০১৪ সালের বাজেয়াপ্ত কালো টাকার সাতগুণ কালো টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ জানা গেছে, এর মধ্যে আসানলোলে বিজেপি’র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আপ্তসহায়ক গৌতম চট্টোপাধ্যায়ের কাছ থেকে ১ কোটির বেশী টাকা উদ্ধার করা হয়েছে৷ সম্প্রতি জয়নগর বকুলতলা থেতেও বিজেপি’র এক নেত্রীর কাছ থেকে ২৪ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে৷