সংবাদদাতা
পি.এন.এ.
সময়
লোকসভায় কংগ্রেসের দলনেতা হিসাবে নির্বাচিত হলেন পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত সাংসদ অধীররঞ্জন চউধুরী৷ ১৮ই জুন সকালে সোনিয়া গান্ধী তাঁকে ১০ নং জনপথে ডেকে লোকসভার নতুন এই দায়িত্বর কথা জানিয়ে দেন৷
সেই সঙ্গে কংগ্রেসের মুখ্য সচেতক করা হ’ল কেরলের এম.পি. কে. সুরেশকে৷