মালদায় নীলকণ্ঠ দিবসে চিকিৎসা শিবির

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

মালদা ঃ গত ১২ই ফেব্রুয়ারী ‘নীলকন্ঠ দিবস’-এ মালদা জেলার রতুয়া ব্লকের আডগামা গ্রামে আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে একটি চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়৷ হোমিওপ্যাথিক চিকিৎসক অজিত মণ্ডল মহোদয়ের পরিচালনায় প্রায় ১৭০ জন দুঃস্থ রোগীর চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়৷ রতুয়া মণিপুর আনন্দমার্গ স্কুলের প্রিন্সিপ্যাল অবধূতিকা আনন্দমহাবিদ্যা আচার্যা এই শিবিরে পৌরোহিত্য করেন৷ শ্রী প্রভাস মণ্ডল ও শ্রী সঞ্জয় মণ্ডল  এই শিবির পরিচালনায় সহায়তা করেন৷ উপস্থিত স্থানীয় অধিবাসীগণের মধ্যে আনন্দমার্গ ও নীলকন্ঠ দিবসের বিষয়ে আলোচনা করেন অবধূতিকা আনন্দমহাবিদ্যা আচার্যা ও শ্রী অজিত মণ্ডল৷ স্থানীয় জনগণের মধ্যে আনন্দমার্গ সম্পর্কে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়৷