মালিঙ্গার বলে সস্কার করার ওপর নিষেধাজ্ঞা

সংবাদদাতা
ক্রীড়াপ্রতিনিধি
সময়

বর্তমান করোনা বাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে আই.সি.সি একটি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ক্রিকেট বলে কোনপ্রকার থুথু লাগানো চলবে না, নিয়ম না মানলে তাঁর পানিসমেন্ট বা পেনাল্টি হিসেবে অপনেন্ট টিমকে ৫ রান এক্সট্রা দিতে হবে, সেই পরিপ্রেক্ষিতে  বিখ্যাত শ্রীলঙ্কার বোলার মালিঙ্গার ক্রিকেট বল করার সময় বলে সস্কার করার অভ্যাস ছিল, অর্থাৎ  বলে চুম্বনের অভ্যাস ছিল অতয়েব আই.সি.সি নিয়মানুসারে মালিঙ্গার এই কার্যে নিষেধাজ্ঞা জারি হয়েছে বোর্ডের তরফ থেকে৷ অর্র্থৎ শুধু মালিঙ্গা নয়  আইসি.সির নতুন নিয়ম অনুযায়ী কোনও একজনকে  তাঁর রান আপের পদ্ধতি বদল করতে হবে ও বলে চুম্বনের প্রথা বন্ধ করতে হবে৷

স্বয়ং সচিন তেণ্ডুলকরও মালিঙ্গাকে এই বার্র্ত দিয়েছেন, এই উত্তরে মালিঙ্গা এখনও কোন জবাব দেননি৷ কিন্তু কিছু জবাব দেওয়ারও নেই, কারণটা স্পষ্ট করোনা বাইরাস সংক্রমণ  রুখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷  

তাছাড়া ক্রিকেট জগতে যে হারে করোনার সংক্রমণ বাড়ছে, সেই  সংক্রমনের মাত্রা তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করতে চলেছে, সংবাদ সূত্রে আরও জানা গেছে, কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার ৭জন ক্রিকেটারের করোনা পজেটিভ ধরা পড়েছে৷ এছাড়া পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যেও করোনা প্রভাব পড়েছে৷ ওয়েস্ট ইন্ডিজের কোচ ফিল সিমন্সের করোনা সংক্রমন ধরা পরে কিছুদিন আগে৷ সেই সমস্ত ঘটনাকে মাথায় রেখে ক্রিকেট এই কোভিড-১৯কে কোনোমতেই হালকাভাবে নিতে চাইছেন না, তাই তারা নতুন নিয়মমাফিক খেলার ধরন পাল্টাতে হবে বলে দাবী করছেন, এতে খেলাও শুরু করা যাবে ও করোনা সংক্রমণ থেকেও  বাঁচা যাবে৷