১৯৮২’র ৩০শে এপ্রিল
বিজন সেতু লাল হয়ে গেল৷
সতের জন সন্ন্যাসী–সন্ন্যাসিনীর্ রক্তাক্ত দেহ
লুটিয়ে পড়েছিল ধূলায়৷
রক্তের নদী, পিশাচের নৃত্য
আগুনের লেলিহান শিখার মাঝখানে
‘বাঁচাও বাঁচাও’ রব–
‘বাঁচাও মানবতা’–
সেদিন সে কাতর আহ্বান
সবার অলক্ষ্যে ছড়িয়ে পড়েছিল
দিক থেকে দিগন্তে–
দেশ থেকে দেশান্তরে৷
সেই আহ্বান
সেই মশালের প্রদীপ্ত শিখা
একটি থেকে দু’টি, দু’টি থেকে চারটি......
এমনি করে বাড়তে বাড়তে হবে একদিন
মশাল মিছিল৷
আর সেই মশালের অগ্ণিতে
জ্বলে পুড়ে ছাই হবে
রাবণের স্বর্ণ লংকা৷
কিন্তু দানবেরা এখনও যে লুকিয়ে
কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে
কেউ নিজ বেশে, কেউ ছদ্মবেশে
তাই তো–এ মশাল মিছিল আজও চলছে৷
গ্রামে–শহরে বাজারে–বন্দরে
ভেতরে–বাইরে
সে পাপ শক্তি যে
আজও বিষাক্ত নখর নিয়ে
হিংস্র জন্তুর মত
ওত পেতে বসে আছে
তাই–
মহাভারতের শেষ সংগ্রামের জন্যে
প্রস্তুত হও পাণ্ডবেরা
যে যেখানে আছ
ন্যায় সত্য ধর্মের অভেদ্য বর্মে
হও সুসজ্জিত৷
- Log in to post comments