মানুষের স্পর্শ ছাড়াই বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে হবে অস্ত্রোপচার

সংবাদদাতা
পি.এন.এ.
সময়

গবেষণার দু’টি মূল উপাদান, ক্রিস্টাল ও আলোকরশ্মি৷ কলাকোষের চক্রবূ্যহ পেরিয়ে, সুস্থ কোষ গুলিকে ব্যস্ত না করে বিজ্ঞান ও প্রযুক্তির দ্বারা করা হবে কঠিন অস্ত্রোপচার! কেমন হত, যদি এমন হত৷ এখনই এমন না হলেও ভবিষ্যতে চিকিৎসাবিজ্ঞান এতটাই উন্নত হতে চলেছে যে এটাও সম্ভব হবে৷ সেই পথেই গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়েছে আন্তর্জাতিক গবেষক দল, যার নেতৃত্বে রয়েছেন কলকাতার একজন প্রফেসর৷ কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিজ্ঞানী মহম্মদ হেদায়েতুল্লাহ মীর৷ এই গবেষণার মূল দুটি উপাদান তা আগে বলা হয়েছে৷ গবেষণাটি হয়েছে জিঙ্ক ও ক্যাডমিয়ামের কেলাস দিয়ে৷ কেলাস হল একধরণের কঠিন পদার্থ, যার পরমাণুগুলি একটি পুনরাবৃত্তির সজ্জায় সাজানো থাকে৷ এই বিশেষ সজ্জাকে বলা হয় ক্রিষ্টাল সিস্টেম৷ দ্বিতীয় উপাদান আলোকরশ্মি সম্পর্কে বলা যায়, এটি কোনও অণুকে এক জায়গা থেকে অন্যত্র সরাতে পারে,  বাঁকাতে পারে, জুড়েও দিতে পারে৷ এই লক্ষ্য নিয়েই গবেষণাটি শুরু হয়েছিল ও তাতে সাফল্যও মিলেছে৷