মার্গের আদর্শ ও কর্মসূচীর প্রসারে শুরু হচ্ছে আনন্দমার্গের সেমিনার

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আনন্দনগরে ধর্ম মহাসম্মেলন সমাপ্তির পর মার্গের আদর্শ ও কর্মসূচীর ব্যাপক প্রসারের জন্যে শুরু হচ্ছে সেমিনার৷ বিশ্বের ১৮২ দেশে আনন্দমার্গের প্রতিটি শাখার সদস্যরা নিজ নিজ নির্দিষ্ট স্থানে এই সেমিনারে অংশগ্রহণ করবেন৷ তিনদিনের এই সেমিনারে মার্গের কর্মীদের দর্শন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া ছাড়াও প্রত্যহ দুইবেলা কীর্ত্তন মিলিত ঈশ্বর প্রণিধান, তত্ত্বসভা, কীর্ত্তন পরিক্রমা প্রভৃতি কর্মসূচী থাকবে৷

কলিকাতা রিজিজনে প্রথম ডায়োসিস স্তরের সেমিনারের শুরু হচ্ছে ২১,২২ ও ২৩শে জুন,২৪৷ কলিকাতা সার্কেলে প্রথম ডায়োসিস স্তরের প্রথম দফার সেমিনার অনুষ্ঠিত হচ্ছে আলিপুর ডায়োসিসের কামাক্ষাগুড়ি আনন্দমার্গ স্কুলে৷ এখানে রায়গঞ্জ, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ার ডায়োসিসের সমস্ত স্তরের কর্মীরা উপস্থিত থাকবেন৷ ভুবনেশ্বর সার্কেলে সম্বলপুর ডায়োসিসের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে বারকোটে৷ শিলং সার্কেলের সেমিনার অনুষ্ঠিত হচ্ছে গুয়াহাটি আনন্দমার্গ স্কুলে৷ তিনদিনের এই সেমিনারে আলোচ্য বিষয় থাকছে---ৰৃহতের আকর্ষণ ও সাধনা,আন্তরিক শক্তির উৎস, প্রমা,অর্থনৈতিক গণতন্ত্র৷