মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ১০১তম শুভজন্মতিথি উৎসব পালিত হচ্ছে মহাসমারোহে

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ১৬ই মে বৈশাখী পূর্ণিমা৷ সারা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ আনন্দমার্গীর কাছে এই পুণ্য তিথি আনন্দ পূর্ণমা রূপে পরিচিত৷ কারণ আজ থেকে ১০৩ বছর আগে ১৯২১ সালের এই বৈশাখী পূর্ণিমা তিথিতে সকাল ৬–৭ মিনিটে মার্গগুরুর শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ধরাধামে আবির্ভূত হয়েছিলেন৷ তাই এই তিথিটিতে সারা বিশ্বের আনন্দমার্গীরা মহাসমারোহে মার্গগুরুর শুভ ১০১তম জন্ম জয়ন্তী উৎসব করছেন৷ বর্তমানে বিশ্বের ১৮২ টি দেশে ও দ্বীপপুঞ্জে আনন্দমার্গ প্রচারক সংঘের শাখা রয়েছে৷

কলকাতার আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে (ভি. আই. পি, বাজার) আনন্দমার্গ প্রচারক সংঘের ধর্মপ্রচার সচিব আচার্য বীতমোহানন্দ অবধূত–জানান ১৫ই মে সন্ধ্যা থেকে এই উপলক্ষ্যে অখন্ড কীর্ত্তন শুরু হচ্ছে৷ তার আগে কলিকাতার প্রতিটি ইয়ূনিট পর্যায়ক্রমে ১০০ঘন্টা অখণ্ড ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন করবে৷ চলবে ১৬ই মে সকাল পর্যন্ত৷ তারপর মার্গগুরু আবির্ভাব ক্ষণটিতে জয়ধ্বনি, শঙ্খধ্বনি প্রভৃতি মঙ্গলধ্বনি দিয়ে সকলে মিলিত সাধনা করবেন৷ এর পর বিভিন্ন ভাষায় মার্গগুরুদেবের বাণী পাঠ হবে৷ সকাল ১০টা থেকে বর্ণাঢ়্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ও সম্মানীয় অতিথি বৃন্দ মার্গগুরুদেব শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী অবদান সম্পর্কে বক্তব্য রাখবেন৷ পুরুলিয়া আনন্দনগরেও এই দিনটি মহাসমারোহে পালন করা হবে৷