মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী ৯৯–তম শুভজন্মতিথি উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

আগামী ১৮ই মে, শনিবার শুভ আনন্দ পূর্ণিমা তিথিতে (বৈশাখী পূর্ণিমা) আনন্দমার্গের প্রতিষ্ঠাতা মহাসম্ভূতি শ্রীশ্রী আনন্দমূর্ত্তিজীর ৯৯তম শুভ জন্মতিথি উৎসব৷ সারা  পৃথিবীর ১৮২টি দেশে আনন্দমার্গের  সমস্ত শাখা সংঘটন ও ইয়ূনিটের সঙ্গে সঙ্গে কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসমারোহে এই শুভদিনটি পালিত হচ্ছে৷ এই উপলক্ষ্যে কলকাতার ভি.আই.পি নগরস্থিত আনন্দমার্গের আশ্রমে ১৭ই মে সন্ধ্যা ৫.৫৫ মিনিটে প্রথমে প্রভাত সঙ্গীত ও তারপর ৬.০৭ মিনিট থেকে অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ নামকীর্ত্তন শুরু হবে৷

সারা রাত ধরে কীর্ত্তন চলবে৷ ভোর ৪টে থেকে  ৪.৪৫ মিঃ পর্যন্ত হবে প্রভাত ফেরী৷ সকাল  ৬.০৭ মিনিটে অখণ্ড কীর্ত্তন সমাপ্ত হবে৷ সঙ্গে সঙ্গে জয়ধবনি, উলুধবনি ও বিভিন্ন মঙ্গলধবনির মাধ্যমে পরমারাধ্য বাবার শুভ জন্মলগ্ণের ঘোষণা করা হবে৷ এরপর ৬.২০মি থেকে ৬.৪৫ মিঃ পর্যন্ত চলবে সাধনা গুরুপূজা ও আশীর্বচন৷ তারপর ৬.৪৫ মিঃ থেকে ৬.৫০ মিঃ প্রভাত সঙ্গীত পরিবেশন৷ ৬.৫০ মিঃ থেকে ৭.২০ পর্যন্ত বিভিন্ন ভাষায় বাণীপাঠ ও বাণীর ওপর  বক্তব্য৷ ৭.৩০ মি.থেকে ৮-৩০ প্রসাদ গ্রহণ, ৮.০০ থেকে ১০ টা প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণ ও হাসপাতালে রোগীদের  মধ্যে ফল বিতরণ৷

১০ টা থেকে ১২-৩০ মিলিত সাধনা, বাবার ভিডিও প্রদর্শন ও বরাভয় মুদ্রা প্রদর্শন৷ ১২-৩০ থেকে ৩.০০ প্রীতিভোজ৷ ৪.০০ থেকে ৬.০০ সাংসৃকতিক অনুষ্ঠান, প্রভাত সঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা ও ‘বাবা কথা’৷