মার্গগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজীর ৯৮তম জন্মতিথি উৎসব

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

কলিকাতা ঃ আগামী ২৯শে এপ্রিল, রবিবার বৈশাখী পূর্ণিমা তিথিতে জগদ্গুরু শ্রীশ্রী–আনন্দমূর্ত্তিজ্ ৯৮–তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে৷ সারা বিশ্বের আনন্দমার্গীরা এই দিনটিকে মহা–সমারোহে পালন করছেন৷ এখানে উল্লেখ্য, ১৯২১ সালে এই বৈশাখী পূর্ণিমা তিথিতেই সকাল ৬–০৭ মিনিটে বিহারের জামালপুর শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন৷ তাঁর পিতৃদত্ত নাম শ্রী প্রভাতরঞ্জন সরকার৷ পিতার নাম শ্রী লক্ষ্মীনারায়ণ সরকার ও মাতার নাম শ্রীমতী আভারাণী সরকার৷ পৈত্রিক বাসভূমি বর্ধমান জেলার বামুনপাড়া গ্রাম৷ বর্ধমান শহর থেকে মাইল সাতেক দক্ষিণপূর্বে ও বর্ধমান–হাওড়া রেলপথে শক্তিগড় রেলষ্টেশন থেকে মাইল তিনেক পশ্চিমে এই বামুনপাড়া গ্রাম৷ শ্রীপ্রভাতরঞ্জন সরকারের পিতৃদেব শ্রী লক্ষ্মীনারায়ণ সরকার জামালপুর রেলওয়ে ওয়ার্কশপে এ্যাকাউণ্ঢ্যাণ্ঢ হিসেবে চাকুরী করতেন৷ সেই সূত্রেই সরকার পরিবারের জামালপুরে অবস্থান৷

আগামী ২৯শে এপ্রিল শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী জন্মতিথি উৎসব পালন উপলক্ষ্যে আনন্দমার্গের প্রতিটি ইয়ূনিটে তথা প্রতিটি আশ্রমে কীর্ত্তন, সাধনা, বাণীপাঠ, স্বাধ্যায়, মার্গগুরুর ওপর আলোচনা, মিছিল, মিটিং, নারায়ণ সেবা প্রভৃতি অনুষ্ঠিত হবে৷

কলকাতায় আনন্দমার্গের কেন্দ্রীয় আশ্রমে (ভি.আই.পি নগর) ২৮শে এপ্রিল সন্ধ্যা ৬টায় এই উপলক্ষ্যে অখন্ড কীর্ত্তন শুরু হবে, শেষ হবে ২৯শে এপ্রিল সকাল ৬টায়৷ তারপর ৬–০৭ মিনিটে মার্গগুরুদেবের শুভ জন্মক্ষণটিতে জয়ধ্বনি, শঙ্খধ্বনি প্রভৃতি মঙ্গলধ্বনি দিয়ে সকলে মিলিত সাধনা ও বর্ণার্ঘ্য দান করবেন৷ এর পর বিভিন্ন ভাষায় মার্গগুরুদেবের বাণীপাঠ করা হবে৷ প্রথম পর্বের এই অনুষ্ঠানের পর প্রসাদ বিতরণ, নগর কীর্ত্তন, হাসপাতালে ফলবিতরণ প্রভৃতি অনুষ্ঠান রয়েছে৷

সকাল ১০টা থেকে সুসজ্জিত একটি গাড়ীতে করে মার্গগুরুদেবের প্রতিকৃতি ও ট্যাবলো নিয়ে আনন্দমার্গীরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা করবেন৷

সকাল ১০টায় আশ্রম প্রাঙ্গণে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণের কর্মসূচী ও প্রতিবেশীদের মধ্যে প্রসাদ বিতরণের কর্মসূচীও রয়েছে৷

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মিলিত সাধনার পর ভিডিও–র মাধ্যমে মার্গগুরুদেবের প্রবচন ও বরাভয় মুদ্রায় আশীর্বাদ প্রদর্শন করা হবে৷ তারপর মিলিত ভোজন ও বিকেলে সাংসৃক্তিক অনুষ্ঠান, প্রভাতসঙ্গীত, কীর্ত্তন, মিলিত সাধনা ও সব শেষে পরমারাধ্য বাবার বিভিন্ন কাহিনীর ওপর মার্গের বরিষ্ঠ দাদা–দিদিরা বক্তব্য রাখবেন৷