মার্গগুরুদেবের শুভ পদার্পণ দিবস

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১৫ই মার্চ হাওড়ার রামরাজাতলায় জগদ্গুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী শুভ পদার্পণ দিবস উদয়রপন করা হয়৷ উক্ত অনুষ্ঠানে প্রভাত সঙ্গীত ও কীর্ত্তনে কণ্ঠ মেলান সুপ্রিয়া ভৌমিক, গুণাতীতা দত্ত, বিপ্লবী শীল, শুভ্র ভৌমিক, শঙ্কর সরকার৷ উক্ত অনুষ্ঠানে সুব্রত সাহা স্বাধ্যায় করেন৷ ‘প্রকৃত গুরু কে’ বাবা ১৯৮১ সালের ১৫ই মার্চ যে প্রবচনটি দিয়েছিলেন স্মৃতীচারণ করে গৌতম দত্ত ও তপন ভৌমিক৷ সহযোগিতায় ছিলেন মহাব্রত দেব, গোপা শীল ও শ্যামসুন্দর দাস৷