মার্গীয় বিধি অনুসারে বিবাহানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

হুগলী জেলার শ্রীরামপুর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রীযুক্ত জ্যোতিবিকাশ সিনহা ও শ্রীমতি কৃষ্ণা সিনহার পুত্র কল্যাণীয় কৃষ্ণেন্দুর  সঙ্গে শ্রীরাম শহর নিবাসী শ্রীযুক্ত স্বপন কুমার বসু ও শ্রীমতি শিখা বসুর কন্যা কল্যাণীয়া রোহিনীর শুভ বিবাহ সুসম্পন্ন হয় আনন্দমার্গ চর্র্যচর্য বিধি অনুসারে উক্ত বিবাহানুষ্ঠানে পৌরোহিত্য করেন পাত্রপক্ষে আচার্য প্রসূনানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দদূতিময়া আচার্যা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন--- আচার্য রবীশানন্দ অবধূত,আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত, অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা ও হুগলী জেলার ভুক্তিপ্রধান শ্রী মৃণালকান্তি রায় ও প্রবীন আনন্দমার্গী শ্রী প্রভাত খাঁ মহাশয় এছাড়া স্থানীয় মার্গী ভাই-বোনেরাও উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা অনুষ্ঠানে মার্গীয় বিধিতে বিবাহ সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেন শ্রদ্ধেয় আচার্য রবীশানন্দ অবধূত
পাত্র ও পাত্রীপক্ষের অনেক আত্মীয় পরিজন এই  মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত থেকে আনন্দমার্গ বিধিতে বিবাহানুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন
ওড়িষ্যায় বন্যার্তদের পাশে এ্যমার্ট
পিএনএ ঃ ওড়িষ্যায় বন্যা কবলিত জাজপুর জেলার গোমু, বারি, ঘাইপালা, ইন্দুপুর, মহাতলপাড়া প্রভৃতি গ্রামে আনন্দমার্গ ইউনিবার্র্সল রিলিফ চীমের পক্ষ থেকে  ব্যাপক ত্রাণ কার্য করা হয় বিপর্যস্তদের হাতে রান্না করা খাদ্য,চিড়া, গুড়, বিসুকট ও মশারি দেওয়া হয় প্রায় ৬০০ মানুষের হাতে এই সমগ্র ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এক সপ্তাহ ধরে এই ত্রাণকার্য চলবে ত্রাণকার্য পরিচালনা করছেন ---এ্যামার্ট ওড়িষ্যার কোয়ার্ডিনেটর শ্রী কানুচরণ বেহেরা