সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
কলকাতা বিধাননগর নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রী স্বপন সাহার কনিষ্ঠ পুত্র কৌশিক সাহা ও পুত্রবধূ শিল্পা সাহার প্রথম কন্যা সন্তানের অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান পরিচালনা করেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দকরুণা আচার্যা৷ শিশুকন্যার নাম রাখা হয় তনুশ্রী৷ অনুষ্ঠান শেষে তণুশ্রীর মুখে প্রথম অন্ন তুলে দেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷