সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়
আগরতলাঃ কুমারঘাট নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী শ্রী নন্দন পালের পুত্র সঞ্জীব পালের কন্যার নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠিত হয় আনন্দমার্গে চর্যাচর্য বিধি অনুযায়ী গত ২৪শে জানুয়ারী৷ এই উপলক্ষ্যে নন্দন পালের গৃহে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তিনঘন্টা কীর্ত্তনের আয়োজন করা হয়েছিল৷ প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিচালনার দায়িত্বে ছিলেন কুলাই আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ চিরস্মিতা আচার্যা ও অন্বেষা পাল৷
কীর্ত্তনশেষে অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান মার্গীয়বিধিতে অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানটি পৌরহিত্য করেন মনু আনন্দমার্গ স্কুলে অধ্যক্ষা অবধূতিকা আনন্দ নিরঞ্জনা আচার্যা৷ কন্যার রাখা হয় কৃষ্ণপ্রিয়া৷
অনুষ্ঠান শেষে আনন্দমার্গের আদর্শ,দর্শন ও সমাজশাস্ত্র বিষয়ে বক্তব্য রাখেন আচার্য সুনন্দানন্দ অবধূত৷