মার্গীয় বিধিতে  অন্নপ্রাশন ও নামকরণ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

১৩ই ডিসেম্বর কলকাতার বিশিষ্ট আনন্দমার্গী শ্রী মানবেন্দ্রনাথ ও শ্রীমতি জয়শ্রী নাথের পুত্রের অন্নপ্রাশন ও নামকরন ‘আনন্দমার্গে চর্যাচর্য’ সমাজ শাস্ত্র মতে অনুষ্ঠিত হয়৷ এই অনুষ্ঠানে পৌরহিত্য করেন আচার্য নির্মলশিবানন্দ অবধূত৷

অনুষ্ঠানের সূচনায় প্রভাত সঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন অবধূতিকা আনন্দ পূর্ণপ্রাণা আচার্যা, অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা ও কলিকাতার  ভুক্তি প্রধান শ্রীমতি সুনন্দা সাহা৷ সবরকম কুসংস্কার ও ভাবজড়তা মুক্ত আনন্দমার্গের সমাজ শাস্ত্রের ওপর মনোজ্ঞ বক্তব্য রাখেন আচার্য কাশীশ্বরানন্দ অবধূত৷ এরপর বৈদিক মন্ত্র পাঠ করে মূল অনুষ্ঠান শুরু করেন আচার্য নির্মল শিবানন্দ অবধূত৷ নবজাতক পুত্রের নাম রাখা হয়--- ‘জয়ন্ত’৷ পরিশেষে শ্রী মানবেন্দ্র নাথের  আত্মীয় পরিজন, মার্গী ভাইবোন সহ উপস্থিত সকলেই প্রীতিভোজে মিলিত হন৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আচার্য প্রমথেশানন্দ অবধূত৷