মার্গীয় বিধিতে বৈপ্লবিক বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৪শে ফাল্গুন,১৪২৯ (৯ই মার্চ,২৩) বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী সমাজশাস্ত্র চর্যাচর্য অনুসারে বাগীলা,মেমারী, পূর্ববর্ধমান নিবাসী শ্রীযুক্ত ক্ষেত্রপালের  জ্যেষ্ঠা কন্যা কল্যাণীয়া অর্পিতা ক্ষেত্রপালের সহিত সরঘোলা, হাঁড়াল, হুগলী নিবাসী শ্রীযুক্ত বীরেন্দ্রনাথ দাসের জ্যেষ্ঠ পুত্র  কল্যাণীয় দেবাশিষ দাসের শুভ পরিণয় সম্পন্ন হয়৷ বিবাহ বাসর ছিল বাগীলা, মেমারী পূর্ব বর্ধমান জেলা, এই বিবাহে বরপক্ষে পৌরহিত্য করেন হুগলী ডায়োসিস সেক্রেটারী আচার্য সুবিকাশানন্দ অবধূত ও কন্যাপক্ষে পৌরহিত্য করেন অবধূতিকা আনন্দ মধুপর্র্ণ আচার্যা৷

অখণ্ড কীর্ত্তন ঃ  গত ২৬শে মার্চ,২৩, রবিবার হুগলী জেলার সরঘোলা, হাঁড়ালে শ্রীবীরেন্দ্রনাথ দাসের বাড়িতে তিনঘন্টাব্যাপী অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ কীর্ত্তনশেষে মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায় পাঠ করা হয়৷  উক্ত অনুষ্ঠানে কীর্ত্তন মাহাত্ম্য নিয়ে বক্তব্য রাখেন ---আচার্য সুবিকাশানন্দ অবধূত৷