মার্গীয় বিধিতে বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৮শে এপ্রিল অসমে আমবাগান ধনেখোয়া ইয়ূনিটে আনন্দমার্গ চর্যাচর্য বিধি অনুযায়ী এক বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷ এই বিবাহে পাত্রী কল্যাণীয়া সীমা মণ্ডল ও পাত্র হরজ্যোতি বিশ্বাস৷ এই বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরহিত্য করেন আচার্য সর্বজ্ঞানানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দ উদিতা আচার্যা৷ অনুষ্ঠান পরিচালনা করেন ডিট সেক্রেটারী আচার্য অংশুমান ব্রহ্মচারী৷