মার্গীয় বিধিতে বিবাহ

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ২৭শে নভেম্বর অসমের  বঙ্গাইগাঁও-এর বিশিষ্ট আনন্দমার্গী নকুল সাহা ও শ্রীমতি শুকতারা সাহার কনিষ্ঠাকন্যা অনামিকা সাহার সহিত জামসেদপুর (টাটানগর) নিবাসী নৃপেনচন্দ্র আশ ও শ্রীমতি বিজয়া আশের একমাত্র পুত্র সিদ্ধার্থের বৈপ্লবিক বিবাহ আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে সম্পন্ন হয় নদীয়া জেলার কল্যাণীর ঢাকেশ্বরী ভবনে৷

বিবাহ অনুষ্ঠানের শুরুতে প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর আনন্দমার্গের সমাজশাস্ত্র ও বৈপ্লবিক বিবাহের গুরুত্ব বিষয়ে মনজ্ঞ আলোচনা করেন অবধূতিকা আনন্দ গতিময়া আচার্যা৷ এরপর বিবাহ অনুষ্ঠানে পাত্রপক্ষে পৌরহিত্য করেন আচার্য ঋতবুদ্ধানন্দ অবধূত ও পাত্রীপক্ষে অবধূতিকা আনন্দপ্রজ্ঞা আচার্যা৷ অনুষ্ঠানের সঞ্চালিকা ছিলন শ্রীমতি  জয়া সাহা  ও অনিতা ঘোষ৷ সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করে শ্রীবকুলচন্দ্র রায়৷