আমন্ত্রিত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী ও আনন্দমার্গের সদস্য বৃন্দের উপস্থিতিতে নদীয়া জেলার কৃষ্ণনগর সন্নিহিত ঝাউতলা গ্রামের বিশিষ্ঠ আনন্দমার্গী শ্রীবিশ্বনাথ মজুমদার ও শ্রীমতী মজুমদারের নুতন বাস ভবনের ‘‘গৃহপ্রবেশ অনুষ্ঠান’’ অনুষ্ঠিত হয় আনন্দমার্গের বিধি অনুসারে৷ শুরুতেই প্রভাতসঙ্গীত, মানবমুক্তির মহামন্ত্র ‘ৰাৰা নাম কেবলম্’ কীর্ত্তন পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন (আনন্দমার্গ মহিলা বিভাগ কর্তৃক পরিচালিত) কৃষ্ণনগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা ও নবরায়নগর আনন্দমার্গ স্কুলের অধ্যক্ষা অবধূতিকা আনন্দ অভিধ্যানা আচার্যা, কৃষ্ণনগর আনন্দমার্গ শিশু সদনের বোন অনুপ্রিয়া দেব প্রমুখ৷ কীর্ত্তন শেষে মিলিত সাধনা, গুরুপূজা স্বাধ্যায় হয়৷ আনন্দমার্গের বিধি অনুসারে শ্রী ও শ্রীমতি বিশ্বনাথ মজুমদারের নবগৃহের গৃহপ্রবেশ অনুষ্ঠানে পৌরহিত্য করেন--- কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷ আনন্দমার্গের বিধি অনুসারে গৃহপ্রবেশ অনুষ্ঠানের বৈশিষ্ঠ্য কী -এ বিষয়ে মূল্যবান আলোচনায় অংশগ্রহন করেন বিশিষ্ট আনন্দমার্গী শিক্ষাব্রতী শ্রীমনোরঞ্জন বিশ্বাস৷
সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়