মার্গীয় বিধিতে হবিপপুরে অন্নপ্রাশন

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ৭ই ফেব্রুয়ারী আমন্ত্রিত আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব পাড়া-প্রতিবেশী ও আনন্দমার্গের সদস্য বৃন্দের  উপস্থিতিতে  হবিপপুরের পানপাড়া ঢাকুরিয়া গ্রামের বিশিষ্ঠ মার্গী  শ্রীধ্রুব বিশ্বাস ও মৌমিতা বিশ্বাসের  নবজাতিকা কন্যার আনন্দমার্গীয় বিধিতে নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান পালন করা হয়৷ অনুষ্ঠানের সূচনা হয় প্রভাতসঙ্গীতের মাধ্যমে এরপর কীর্ত্তন, মিলিত সাধনা, গুরুপূজা ও স্বাধ্যায় হয়৷ প্রভাতসঙ্গীত ও কীর্ত্তন পরিবেশন করেন ব্রহ্মচারিনী শুদ্ধা আচার্যা ও অনুপ্রিয়া দেব প্রমুখ৷ এরপর মূল অনুষ্ঠান শুরু হয়৷ মূল অনুষ্ঠান নামকরন ও অন্নপ্রাশন অনুষ্ঠানটি পৌরহিত্য করেন কৃষ্ণনগর ডায়োসিস সচিব আচার্য শান্তশুভানন্দ অবধূত৷ উপস্থিত সকলে মিলিতভাবে শিশুর নাম রাখেন ‘‘তৃষা’’৷ আনন্দমার্গের বিধি অনুসারে নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠানের বৈশিষ্ট্য কী  এ বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন বিশিষ্ঠ মার্গী ও শিক্ষাব্রতী শ্রীমনোরঞ্জন বিশ্বাস৷ ওই অনুষ্ঠানে আনন্দমার্গের সাধনা বিজ্ঞানের যৌক্তিকতায় আকৃষ্ঠ হয়ে উপস্থিত দুজন আমন্ত্রিত অতিথি আনন্দমার্গের যোগসাধনা শিখেছেন৷