১৫ই আগষ্ট পাঁশকুড়া চকগাড়ুপোতা গ্রামের বাসিন্দা সাধন চন্দ্র সাহু ও সন্ধ্যা সাহুর নাতনীর অন্নপ্রাশন ও নামকরণ অনুষ্ঠান আনন্দমার্গের সমাজশাস্ত্র ‘আনন্দমার্গে চর্যাচর্য’ বিধি অনুসারে অনুষ্ঠিত হয়৷
১৫ই আগষ্ট সকাল থেকে প্রভাত সঙ্গীত কীর্ত্তনের মাধ্যমে সাধন চন্দ্র সাহুর বাসভবনে এক অনবদ্য স্বর্গীয় নান্দনিক পরিবেশ তৈরী করেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, মার্গী দাদা-দিদি ও ভাইবোনেরা৷
প্রভাত সঙ্গীত, কীর্ত্তন ও মিলিত ঈশ্বর প্রণিধানের পর মূল অনুষ্ঠান শুরু হয়৷ বৈদিক মন্ত্র পাঠ করে অনুষ্ঠান শুরু করেন অবধূতিকা আনন্দ অভীষা আচার্যা৷ জেলার ভুক্তিপ্রধান মানস কালসার, ডিট. এস. আচার্য রাজেশ ব্রহ্মচারী, সঙ্গীত শিক্ষক নারায়ণ চন্দ্র সাহু, অবসরপ্রাপ্ত শিক্ষক মনিলাল মাইতি প্রমুখ গুণীজন সহ প্রায় দুই শতাধিক মার্গী ভাইবোন ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন৷
সকলের উপস্থিতিতে শিশুকন্যার নাম রাখা হয় ‘চেতনা’৷ শিশুকন্যার পিতা হেমন্ত সাহু ও মাতা প্রিয়াঙ্কা সাহু সহ আত্মীয়স্বজনরা উপস্থিত সকলের আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি৷