মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
সময়

গত ১২ই ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগণা জেলার বারুইপুরের বিশিষ্ট আনন্দমার্গী পরলোকগত অরবিন্দ নস্করের শ্রাদ্ধানুষ্ঠান আনন্দমার্গে চর্যাচর্য বিধিমতে অনুষ্ঠিত হয়৷  গত ৭ই ডিসেম্বর শ্রী নস্কর হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন৷  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর৷ তিনি স্ত্রী, দুইপুত্র , দুই কন্যা ও নাতি-নাতনিদের রেখে গেছেন৷

১২ই ডিসেম্বর সকাল ১০টায় শ্রী অরবিন্দ নস্করের পুত্র কন্যা আত্মীয়স্বজন ও মার্গী ভাই বোনদের উপস্থিতিতে  শোক বিহ্বল পরিবেশে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়৷ অনুষ্ঠানের সূচনায় প্রভাত সঙ্গীত পরিবেশন করেন শ্রী বিপ্লব শীল৷ কীর্ত্তন পরিবেশনায় ছিলেন শ্রী বিপ্লব শীল ও আচার্য চিরাগতানন্দ অবধূত৷ শ্রাদ্ধানুষ্ঠানে পৌরহিত্য করেন আচার্য সুভধ্যানানন্দ অবধূত৷ সবশেষে আনন্দমার্গের সমাজশাস্ত্র ও শ্রাদ্ধানুষ্ঠানের প্রয়োজনীয়তা বিষয়ে বক্তব্য রাখেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷